ইতিকাফ কী এবং এর নির্দিষ্ট কোনো সময় আছে কি
প্রশ্ন: ইতিকাফ কী? এর নির্দিষ্ট কোনো সময় আছে কি? উত্তর: ইতিকাফ একটি সুন্নত ইবাদত। এটি মূলত আল্লাহ তাআলার আনুগত্যের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করে ইবাদতে মনোযোগী হওয়া, তা রাত হোক বা দিন, এক ঘণ্টা হোক বা এক দিন, এক রাত বা একাধিক দিন-রাত হোক। আল্লাহ তাআলা বলেছেন: وَلا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ “তোমরা স্ত্রীদের সঙ্গে …