নারীদের মসজিদে ইতিকাফ
প্রশ্ন: নারীদের জন্য রমজানের শেষ দশদিন মসজিদে ইতিকাফ করা জায়েয কি না? উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হ্যাঁ, নারীদের জন্য রমজানের শেষ দশদিন মসজিদে ইতিকাফ করা জায়েয। বরং ইতিকাফ নারী-পুরুষ উভয় শ্রেণীর জন্য একটি সুন্নত ইবাদত। মুমিনদের মাতাগণ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীবর্গ তাঁর জীবদ্দশায় ও তাঁর মৃত্যুর পরে মসজিদে ইতিকাফ করেছেন। সহীহ …