স্বপ্নদোষ, গোসল এবং নামাজ
প্রশ্ন: রাতে ঘুমের ভেতরে স্বপ্নদোষ হয়েছে। কিন্তু ঘুম থেকে জাগার পর তা বুঝতে পারি নি। এ অবস্থাই ওজু করে সালাত আদায় করেছি। এখন কী করণীয়? আর স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করতেই হবে? উত্তর: প্রথমত: আমাদের জানা জরুরি যে, কী কী কারণে ইসলামে গোসল ফরজ হয়। সম্মানিত ফকিহগণ কুরআন-হাদিসের নির্যাস থেকে নিম্ন লিখিত কারণগুলোকে গোসল …