পেশাবের রাস্তা দিয়ে হালকা তরল জাতীয় বস্তু বের হলে তার হুকুম কি?

প্রশ্নঃ পেশাবের রাস্তা দিয়ে হালকা তরল জাতীয় বস্তু বের হলে তার হুকুম কি? তা কাপড়ে লাগলে কী করণীয়? কাপড় পরিবর্তন বা ধৌত করা জরুরি না কি তাতে পানির ছিটা দেয়াই যথেষ্ট?*

উত্তর:
সাধারণত: যৌন চিন্তা, সহবাসের পূর্বে, পেশাবের পরে বা রোগের কারণে লজ্জাস্থান থেকে একপ্রকার পাতলা পানি বের হয় যাকে আরবীতে ‘মযী’ বলা হয়। এটা বীর্য নয়।

এটি নাপাক। এটি বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়। শরীর বা কাপড়ে লাগলে তা নাপাক হয়। ওযু করতে হলে লজ্জাস্থান ধৌত করতে হবে (কোন কোন বর্ণনা মতে পুরুষ অন্ডকোষও ধৌত করতে হবে)।
সেই সাথে যদি শরীরের অন্য কোথাও লাগে বা কাপড়ে লাগে তাহলে সে জায়গাটা ধৌত করা জরুরি। কাপড়ের নির্দিষ্ট স্থান বুঝতে না পারলে চর্তুদিকে এতটা ধৌত করবে যাতে প্রবল ধারণা জন্মে যে, নাপাকী দুর হয়েছে অন্যথায় কাপড় পরিবর্তন করে সালাত আদায় করবে। কেবল পানির ছিটা দেয়া পবিত্রতার জন্য যথেষ্ট নয়।আল্লাহু আলাম।
————-
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।