সাধারণ তাকবির ও বিশেষ তাকবির কী এবং কখন ও কীভাবে তা পাঠ করতে হয়
🔸সাধারণ তাকবির পাঠ: জিলহজের প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবির পাঠ করা সুন্নত। এ তাকবির প্রকাশ্যে ও উচ্চস্বরে মসজিদ, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, বাজারসহ সর্বত্র উচ্চ আওয়াজে পাঠ করা যাবে। সলাতের আগে কিংবা পরে, সকাল-সন্ধ্যা, দিন রাত যে কোন সময় পড়া ভালো। তবে মেয়েরা নিম্ন স্বরে তাকবীর পাঠ করবে। 🔸 তাকবির: বিন বায …