রবিউল আখের মাসের বিশেষ আমল
প্রশ্ন: আরবি বর্ষের ‘রবিউস সানি’ মাসের এমন কোন ফজিলতপূর্ণ আমল রয়েছে কী যা কিনা মুসলিমদের জন্য পালনযোগ্য? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। উত্তর: হিজরি বর্ষপঞ্জিকার ৪র্থ মাস হল, রবিউল আখের। (এ মাসটিকে ‘রবিউস সানি’ বলার থেকে ‘রবিউল আখের’ বলা, ভাষাগতভাবে অধিক বিশুদ্ধ)। এই মাসে বিশেষ কোনো আমল বা ইবাদত হাদিসে সাব্যস্ত হয়নি। তাই এ মাস উপলক্ষে …