প্রশ্ন: শিশুর জন্মের পর অনেক পিতামাতা বাচ্চার বয়স original Date of birth থেকে কমিয়ে Birth Certificate এ জন্ম তারিখ নিবন্ধন করে থাকে ভবিষ্যৎ এ চাকুরীর বয়স কে ধরে রাখার জন্য, এটি কি করা ঠিক হবে?*
উত্তর:
ভবিষ্যতে চাকরীর মেয়াদ বৃদ্ধির উদ্দেশ্যে জন্ম-নিবন্ধন করার সময় Birth Certificate এ প্রকৃত জন্ম তারিখ পরিবর্তন করে অন্য জন্ম তারিখ লেখা মিথ্যা ও প্রতারণার শামিল। ইসলামের দৃষ্টিতে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেয়া কবিরা গুনাহ। আবার রাষ্ট্রীয় আইনগত ভাবেও এটি অপরাধ। সুতরাং এই কাজটি অবশ্যই পরিত্যাজ্য। আল্লাহু আলাম।
————–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।