ওযু, নামায, যে কোন কাজ একবার করার পর মনে হতে থাকে যে, ঠিক মতো হয় নি

প্রশ্ন: ওযু, নামায, যে কোন কাজ একবার করার পর মনে হতে থাকে যে, ঠিক মতো হয় নি। একবার ওযু করার পর সন্দেহ হয় যে, ঠিক মতো করলাম কি না। সে জন্য বারবার ওযু করি। তদ্রূপ নামাজও বারবার পড়ি। এক্ষেত্রে আমি কী করব?
❖ উত্তর: এটি একটি শয়তানী কুমন্ত্রণা ও মানসিক সমস্যা। এর মাধ্যমে শয়তান মানুষের মনে সন্দেহ ও বিরক্তি সৃষ্টি করে ইবাদত থেকে দূরে সরাতে চায়।
তাই এ ধরণের সন্দেহ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর নিকট দুআ করতে হবে।
আর এভাবে বারবার সন্দেহ সৃষ্টি হলে তা পাত্তা দেয়া ঠিক নয়। কোন ত্রুটি বা সন্দেহ বিষয়ে যতক্ষণ নিশ্চিত না হবেন ততক্ষণ পুনরায় ওযু করবেন না বা পুনরায় নামায পড়বে না। এভাবে করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কুমন্ত্রণা থেকে রক্ষা করবেন বলে আশা করা যায়।
দুআ করি, আল্লাহ যেন এই মানসিক সমস্যা থেকে আপনাকে হেফাজত করুন। আমীন।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Share: