মা সবসময় আমাদেরকে অভিশাপ দেন

প্রশ্ন: মা সবসময় আমাদেরকে অভিশাপ দেন। এমনকি এই রমজানের মাসটির কনও দিন তার মুখ থেকে অভিশাপ বাদ যায় নি। এখন আমরা কী করতে পারি? বুঝ হওয়ার পর থেকেই তাকে এমন করতে দেখে আসছি।
❖ উত্তর: আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। আমীন। তারপর, তিনি যদি আপনাদের কোন অন্যায় আচরণে ক্ষিপ্ত হয়ে অভিশাপ দেন তাহলে তার পরিণতি খুব খারাপ। আপনাদের উচিৎ, তার নিকট ক্ষমা চাওয়া এবং তার সাথে সুন্দর আচরণ ও তার সেবার মাধ্যমে তাকে খুশি করা।
কিন্তু যদি আপনাদের পক্ষ থেকে তার প্রতি কোন অন্যায়-অসঙ্গত আচরণ সংঘটিত না হয়ে থাকে তারপরও তিনি অতিরিক্ত বদমেজাজি হওয়ার কারণে বা বদ অভ্যাস জনিত কারণে অনর্থক গালাগালি করেন ও অভিশাপ দেন তাহলে তাতে ইনশাআল্লাহ আপনাদের কোন ক্ষতি হবে না। বরং তিনি এই অন্যায় আচরণের কারণে গুনাহগার হবেন। আল্লাহ তাকে ক্ষমা ও হেদায়েত দান করুন। আমীন।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব