আমি শেষ রাত্রে উঠে নামাজ পড়তে চাই কিন্তু বেশি ঘুমের কারণে উঠতে পারিনা।

প্রশ্ন: আমি শেষ রাত্রে উঠে নামাজ পড়তে চাই কিন্তু বেশি ঘুমের কারণে উঠতে পারিনা। আমি যদি এখন এশার পরে ঘুমানোর আগে দু/চার রাকাত নফল নামাজ পড়ে নি তাহলে কি ওই সওয়াবটা পাওয়া যাবে?

উত্তর: শেষ রাতে ফজরের পূর্ব মুহূর্তে তাহাজ্জুদ এর সালাত আদায় করা সবচেয়ে উত্তম। তবে তখন ঘুম থেকে উঠা সম্ভব হবে না বলে আশঙ্কা করলে ইশার সালাতের পরেই 2/4/6/8 ইত্যাদি যে কোন সংখ্যায় তাহাজ্জুদ পরে তার পরে বিতর নামাজ পড়ে নিলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
তবে সব সময় এমনটি না করে চেষ্টা করতে হবে ফজরের কিছুক্ষণ আগে ওঠার।
আল্লাহ তৌফিক দান করুন।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Share: