নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৩ ও ৪ রাকআত বিশিষ্ট নামাজে প্রথম ২রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে পড়তেন

প্রশ্ন: একটা হাদিসে পড়েছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৩ ও ৪ রাকআত বিশিষ্ট নামাজে প্রথম ২রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে পড়তেন কিন্তু পরের দুই রাকআতে শুধু সূরা ফাতিহা পড়তেন। এটা কি শুধু ফরজ নামাজের ক্ষেত্রে নাকি সুন্নতও? যেমন, যোহরের সুন্নত ৪ রাকআত।

উত্তর :
সালাতের সাধারণ নিয়ম হল, যোহর, আসর, মাগরিব ও ঈশার ফরয সালাতের ১ম দু রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা বা কিছু আয়াত পাঠ করা আর দু রাকআতের পরের রাকআতগুলোতে কেবল সূরা ফাতিহা পড়া; অন্য কিছু না পড়া।
আর সুন্নতের ক্ষেত্রে কথা হল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নত নামাযগুলো দু রাকআত দু রাকআত করে পড়তেন। চার রাকআত এক সাথে (যোহরের ফরযের মত করে) পড়েছেন এমন কোন স্পষ্ট হাদিস নাই।

যদিও এ সংক্রান্ত হাদিসগুলোর আম বক্তব্য থেকে অনেক আলেম বলেছেন যে, কেউ যদি কখনো কখনো এক সাথে চার রাকআত পড়ে তাহলে বৈধ হবে ইনশাআল্লাহ।
যাহোক, কেউ যদি যোহরের চার রাকআত সুন্নত একসাথে আদায় করে তাহলে সে ক্ষেত্রে পরের দু রাকআতে কেবল সূরা ফাতিহা পাঠ করতে হবে; অন্য কোন সূরা মিলানো যাবে না।
অর্থাৎ এ ক্ষেত্রে ফরয ও সুন্নত নামাযে কোন পার্থক্য নাই। কেননা পার্থক্য করার কোন দলীল নাই। আল্লাহু আলাম।

উত্তর প্রদানে : আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল