সংক্ষিপ্ত হজ ও উমরা নির্দেশিকা
সংক্ষিপ্ত ও সহজ হজ এবং উমরা নির্দেশিকা। সংকলন: শাইখ আব্দুল্লাহ আল কাফী রহ.। সম্পাদনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। ভূমিকা: হজ হলো ইসলামের ৫টি রুকনের সর্বশেষ তথা পঞ্চম রুকন। এটি একটি ইবাদত যা আত্মিক, মৌখিক, দৈহিক ও আর্থিক ত্যাগ সমন্বয়ে গঠিত। প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির উপর এটি পালন করা ফরজ। মহান আল্লাহ বলেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ …