উমরার মর্যাদা এবং উমরা সফরের পূর্বে প্রস্তুতি মূলক দশটি নির্দেশনা
প্রশ্ন: উমরার গুরুত্ব কতটুকু? আমি উমরা আদায় করতে চাই। কিন্তু আমি জানি না, এখন থেকে কি ভাবে কি আমল করবো বা কিভাবে নিজেকে প্রস্তুত করবো। তাই দয়া করে এ সম্পর্কে জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। উত্তর: দুআ করি, আল্লাহ তাআলা যেন, আপনার উমরা আদায়ের বিষয়টিকে সহজ করে দেন এবং তা কবুল করেন। আমীন। 🔶 উমরার গুরুত্ব ও …