প্রশ্ন: একজন নারীদের দাদার আপন ভাইয়েরা বা চাচাতো ভাইয়েরা আর তাদের ছেলেরা কি মাহরাম? অনুরূপভাবে নানার আপন ভাইয়েরা বা চাচাতো ভাইয়েরা আর তাদের ছেলেরা কি মাহরাম?
উত্তর: একজন নারীর আপন দাদা এবং তাদের আপন ভাইয়েরা সবাই মাহরাম। আর আপন দাদার ছেলেরা (চাচারা) মাহরাম। কিন্তু দাদার ভাইয়ের ছেলেরা মাহরাম নয়। অনুরূপভাবে দাদার চাচাতো ভাইয়েরাও মাহরাম নয়। নানা এবং তার ছেলেরা (মামারা) মাহরাম। আর নানার আপন ভাইয়েরাও মাহরাম। কিন্তু নানার ভাইদের ছেলেরা মাহরাম নয়। অনুরূপভাবে নানার চাচাতো ভাইয়েরাও মাহরাম নয়।
সংক্ষেপে নিম্নরূপ:
১. দাদা ও তাঁর ভাইয়েরা= মাহরাম। 

২. দাদার ছেলেরা (চাচারা)= মাহরাম। 

৩. দাদার ভাইয়ের ছেলেরা= মাহরাম নয়। 

৪. দাদার চাচাতো ভাইয়েরা= মাহরাম নয়।

৫. নানা ও তার ভাইয়েরা= মাহরাম। 

৬. নানার ছেলেরা [মামারা]= মাহরাম। 

৭. নানার ভাইদের ছেলেরা = মাহরাম নয়। 

৮. নানার চাচাতো ভাইয়েরা=মাহরাম নয়। 

▬▬▬▬✿◈✿▬▬▬▬
মন্তব্যে উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব