প্রশ্ন: স্ত্রীর আগের স্বামীর সন্তানের সাথে কি বর্তমান স্বামীর আগের স্ত্রীর সন্তানের বিয়ে বৈধ কি?
উত্তর: আপনার বর্ণিত সম্পর্কটি হল, স্ত্রীর আগের স্বামীর সন্তান এবং বর্তমান স্বামীর আগের স্ত্রীর সন্তান। এদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, দুধের সম্পর্ক নেই। তারা সৎ ভাই বোনও নয়। কারণ সৎভাই বোন হওয়ার জন্য একই পিতা বা একই মাতা থাকা লাগে যা এখানে নেই।
মোটকথা, আল্লাহ তাআলা সূরা নিসার ২৩ নম্বর আয়াতে যে সব নারীদেরকে বিয়ে করা নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন এখানে এরা তাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং ইসলামি শরিয়তে এই বিয়েতে কোনও প্রতিবন্ধকতা নেই। অর্থাৎ এই বিয়ে বৈধ। আল্লাহু আলাম। আল্লাহ সর্বোজ্ঞ।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।