ভেতরে হাফ হাতা গেঞ্জি বা শার্ট আর উপরে জ্যাকেট পরিধান করে সালাত আদায় করার সময় যদি জ্যাকেটের চেইন বা বুতাম খোলা রাখা হয় তাহলে তাতে কি সালতের কোন ক্ষতি হবে?
উত্তর: না, এতে কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ পুরুষের সালাতে সর্বনিম্ন সতর হল, দু কাধ ঢাকা এবং নাভি থেকেে হাঁটু পর্যন্ত ঢাকা। – চাদর গায়ে দিয়ে মাথা ঢেকে শুধু মুখ খোলা রেখে চাদরের ভিতরে হাত রেখে সালাত আদায় করলে তাতে সালাত বিশুদ্ধ হবে। উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী দাঈ জুবাইল দাওয়াহ …