সফর অবস্থায় সালাত ছুটে গেলে বাড়িতে এসে পূর্ণ পড়তে হবে কসর নয়

প্রশ্ন: সফর অবস্থায় কসর সালাত যদি কোন কারণে বাধ্য হয়ে ট্রেনে আদায় করা সম্ভব না হয় তাহলে কি ঐ যোহরের কসর বাড়িতে এসে আসরের সাথে জমা হিসেবে পড়া যাবে? নাকি তা কাযা হয়ে যাবে? আমি কসর হিসেবে বাসায় এসে দু রাকআত পড়েছি। তাহলে কি এখন চার রাকআত কাযা আদায় করতে হবে?

উত্তর:
সফর অবস্থায় যোহর ও আসর এবং মাগরিব ও ইশা একসাথে জমা করে পড়া জায়েয আছে।
সুতরাং যদি সফর অবস্থায় ট্রেনে যোহরের সালাত আদায় করা সম্ভব না হয় তাহলে গন্তব্যে পৌঁছার পর সেখানে যোহর এবং আসর একসাথে পড়ে নিতে পারেন।
তবে গন্তব্যে পৌঁছার পর কসরের বিধান প্রযোজ্য হবে না অর্থাৎ আপনাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে।

সফর অবস্থায় মানুষ নানা অসুবিধায় থাকে। সে কারণে মানুষের জন্য সহজ করণার্থে আল্লাহ তাআলা কসর বা নামাযকে সংক্ষিপ্ত করার বিধান দিয়েছেন। কিন্তু বাড়ি পৌঁছে গেলে তো আর সফরের সমস্যাগুলো থাকছে না। তাই বাড়িতে সফর অবস্থার ছুটে যাওয়া নামায কসর করা ঠিক নয়।
আপনি যদি যোহরের ৪ রাকাআত পড়ে থাকেন তাহলে এখন ওযু করে আরও দু রাকআত আদায় করে দিন। আর সুন্নতগুলো সহ পড়লে আরও উত্তম।
——————–
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী