প্রতি নামাজের সময় কি পরনের কাপড় পালটিয়ে নামাজ পড়তে হয় নাকি কাপড় না পালটিয়েও নামাজ হবে?
প্রশ্ন: প্রতি নামাজের সময় কি পরনের কাপড় পালটিয়ে নামাজ পড়তে হয় নাকি কাপড় না পালটিয়েও নামাজ হবে? ———————– উত্তর: শরীর, পোশাক এবং সালাতের স্থান পবিত্র হওয়া সালাতের অন্যতম পূর্ব শর্ত (অপরিহার্য বিষয়)। সুতরাং যদি আপনার পোশাক পবিত্র থাকে তাহলে নামাজের জন্য তা পরিবর্তন করা আবশ্যক নয়। কিন্তু যদি তাতে কোন নাপাক বস্তু (পেশাবের ছিটা, পায়খানা …