টাকার নোট বা কয়েনে যদি মানুষের ছবি বা প্রতিকৃতি থাকে তাহলে তা সঙ্গে নিয়ে সালাত আদায় করার বিধান,
প্রশ্ন: বর্তমানে বেশির ভাগ টাকার নোটেই মানুষের ছবি থাকে। বিশেষত: বাংলাদেশের বেশির ভাগ নোটে শেখ মুজিবুর রহমান এর মাথার ছবি আছে। এছাড়াও কয়েনগুলোতে নানা প্রতিকৃতি থাকে। আমার প্রশ্ন হল, কেউ যদি এসব টাকা পকেটে রেখে সালাত আদায় করে তাহলে কি তার সালাত শুদ্ধ হবে? উত্তর: যদি মুদ্রার গায়ে রাজা, বাদশাহ বা রাষ্ট্রপ্রধানের ছবি বা প্রতিকৃতি …