টাকার নোট বা কয়েনে যদি মানুষের ছবি বা প্রতিকৃতি থাকে তাহলে তা সঙ্গে নিয়ে সালাত আদায় করার বিধান,

প্রশ্ন: বর্তমানে বেশির ভাগ টাকার নোটেই মানুষের ছবি থাকে। বিশেষত: বাংলাদেশের বেশির ভাগ নোটে শেখ মুজিবুর রহমান এর মাথার ছবি আছে। এছাড়াও কয়েনগুলোতে নানা প্রতিকৃতি থাকে। আমার প্রশ্ন হল, কেউ যদি এসব টাকা পকেটে রেখে সালাত আদায় করে তাহলে কি তার সালাত শুদ্ধ হবে?

উত্তর:
যদি মুদ্রার গায়ে রাজা, বাদশাহ বা রাষ্ট্রপ্রধানের ছবি বা প্রতিকৃতি থাকে তাহলে তা সঙ্গে নিয়ে সালাত আদায় করলে তাতে সালাত শুদ্ধ হতে বাধা নেই ইনশাআল্লাহ। অনুরূপভাবে পাসপোর্ট, আইডি কার্ড ইত্যাদি যেগুলোতে নিজের ছবি আছে সেগুলো সাথে থাকলেও সালাতের বিধান একই।
মোটকথা, সালাতের শর্তাবলী, রোকন ওয়াজিব ইত্যাদি হুকুমগুলো ঠিক থাকলে তাতে সালাত শুদ্ধ হবে ইনশাআল্লাহ।
আর সেগুলো যেহেতু পকেটে বা মানি ব্যাগ ইত্যাদির মধ্যে থাকে আর বাইরে রাখাও নিরাপদ নয়, বাইরে রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ এগুলো আামাদের জীবনের জন্য অত্যাবশ্যকীয়। সুতরাং প্রয়োজন ও জরুরতের স্বার্থে সেগুলো সঙ্গে রাখলে গুনাহ হবে না এবং সঙ্গে থাকলে সালাত শুদ্ধ হবে ইনশাআল্লাহ।
🌀 আল্লাহ তাআলা বলেন:
يُرِيدُ اللَّـهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
“আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা চান না।” (সূরা বাকারা: ১৮৫)
🌀 তিনি আরও বলেন,
وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ
“তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখেন নি।” (সূরা হিজর: ৭৪)
🌀 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
إِنَّ الدِّينَ يُسْرٌ وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ
“নিশ্চয় এ দ্বীন সহজ, যখন কেউ এ দ্বীনকে অতি কঠিন করে তখন সে নিজেই ব্যর্থ হয় (অর্থাৎ সে এ দ্বীনকে অতি কঠিন বানাতে পারেনা)।” [সহীহুল বুখারী ৩৯, ৫৬৭৩, ৬৪৬৩, মুসলিম ২৮১৬]
▬▬▬▬✪✪✪▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।।