রমযান মাসে কিয়ামুল লাইল এর ফযিলত
প্রশ্ন: রমযান মাসে কিয়ামুল লাইল এর ফযিলত কি? উত্তর: আলহামদুলিল্লাহ। রমযান মাসে কিয়ামুল লাইল পালন করার ফযিলত: আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি্ ওয়া সাল্লাম রমযান মাসে কিয়ামুল লাইল পালন করার প্রতি উদ্বুদ্ধ করতেন; তবে দৃঢ়ভাবে নির্দেশ দিতেন না। এরপর তিনি বলতেন: যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশা নিয়ে রমযান …