সালাত পড়ার জন্য কি আজান হওয়া জরুরি
প্রশ্ন: সালাত পড়ার জন্য কি আজান হওয়া জরুরি? ▬▬▬◖◯◗▬▬▬ উত্তর: মূলত সালাত সময়ের সাথে সম্পৃক্ত; আজানের সাথে নয়। সুতরাং সালাতের সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করলে তা শুদ্ধ হবে ইনশাআল্লাহ-যদিও কোন কারণে আজান দিতে কিছু বিলম্ব হয়। আল্লাহ তাআলা বলেন: إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا “নিশ্চয় মুমিদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট …