শুশুর বাড়িতে যদি দুই বউ এর মধ্যে এক বউকে খুব সম্মান করা হয় আর অন্য বউকে না করে

প্রশ্ন: কোন মেয়ের শুশুর বাড়িতে যদি দুই বউ এর মধ্যে এক বউকে খুব সম্মান করা হয় আর অন্য বউকে না করে মানে একজনকে দিয়ে সব কাজ করায় অন্য জনকে দিয়ে কিছুই করায় না করতে বলেও না তাহলে যে কাজ করে তার যদি এতে কষ্ট হয় তাহলে এইটা কী তার হিংসা এর পর্যায় পরবে?মানে তার এই কষ্ট পাওয়া কী হিংসা এর মধ্যে পড়ে?

————–
উত্তর: শ্বশুর-শাশুড়ির জন্য আবশ্যক হচ্ছে, তাদের সকল বউকে সমান দৃষ্টিতে দেখা। অর্থাৎ কাজকর্ম ও দায়িত্ব প্রদানের ক্ষেত্রে একজনকে অন্যজনের উপরে প্রাধান্য দেওয়া তাদের জন্য বৈধ নয়।
অবশ্য গর্ভ ধারণ, সন্তান পালন, অসুস্থতা বা অন্য বিশেষ কোনো গ্রহণযোগ্য সমস্যা থাকলে সে ক্ষেত্রে ভিন্ন কথা।
কিন্তু বিনা প্রয়োজনে একজনকে অন্যজনের ওপর প্রাধান্য দিলে খুব স্বাভাবিক ভাবেই অন্যের মনে কষ্ট অনুভূত হবে। এটা স্বাভাবিক।
এটা হিংসা-বিদ্বেষের মধ্যে গণ্য হবে না।
আল্লাহ তা’আলা সকলকে ন্যায়-ইনসাফ ভিত্তিক জীবন গঠন এবং দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। আমিন।
___________
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী