আমি ভারতে ছিলাম প্রথম রোজা রাখি, কিন্তু পরের দিন বাংলাদেশে এসে দেখি ওদের প্রথম রোজা কিন্তু আমার দ্বিতীয় রোজা।
প্রশ্নঃ আমি ভারতে ছিলাম প্রথম রোজা রাখি, কিন্তু পরের দিন বাংলাদেশে এসে দেখি ওদের প্রথম রোজা কিন্তু আমার দ্বিতীয় রোজা। এখন প্রশ্ন হল বাংলাদেশে যদি ৩০ তা রোজা হয় তাহলে আমি কি করব? আমি কি ৩১টা রোজা রাখব? ঈদের দিন রোজা রাখা যদি হারাম হয় তাহলে আমি কি করব? দয়া করে উত্তর দিবেন? উত্তরঃ জি …