যুহুদ এর পরিচয় ও যুহুদ অবলম্বনকারীর বৈশিষ্ট

প্রশ্ন: যুহুদ কি? যুহুদ বলতে কি তালি লাগানো পোশাক পরা, সারা বছর রোযা থাকা, সংসার-সমাজ সংশ্রব থেকে দুরে থাকা না কি অন্য কিছু?

উত্তর:
আল হামদুলিল্লাহ-সকল প্রশংসা আল্লাহর জন্য।

তালি লাগানো পোশাক পরা, লোক-সমাজ থেকে দুরে থাকা, সারা বছর রোযা থাকা ইত্যাদিকে যুহুদ বলা হয় না। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রেষ্ঠ যুহুদ অবলম্বনকারী ছিলেন। কিন্তু তিনি নতুন পোশাক পরতেন, বিভিন্ন প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময়, জুমার দিন ও ঈদের দিন সাজ-সজ্জা করতেন, মানুষের সাথে মেলামেশা করতেন, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতেন, তাদেরকে দ্বীনের জ্ঞান দান করতেন, তার সঙ্গী-সাথীদেরকে বিরতী হীনভাবে সারা বছর রোযা রাখতে নিষেধ করতেন।
যুহুদ হল, হারাম থেকে দূরত্ব অবলম্বন করা, বিলাসিতা পরিহার করা, অতিরিক্ত দুনিয়া সম্ভোগ থেকে দুরে থাকা, আল্লাহর আনুগত্যের কাজে অগ্রগামী থাকা এবং আখিরাতের জন্য সর্বোত্তম পাথেয় সংগ্রহ করা।
যুহুদের সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কর্ম জীবন।

স্থায়ী ফতওয়া কমিটি, সৌদি আরব:

শাইখ আব্দুল্লাহ বিন বায
শাইখ আব্দুর রাযযাক আফীফী
শাইখ আব্দুল্লাহ বিন গুদিয়ান
শাইখ আব্দুল্লাহ কুউদ
(ফতোয়া নং ২৪/৩৬৯)
——————
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব