যারা মিউজিক শুনে তাদের কানে উত্তপ্ত গলিত শিশা ঢেলে দেয়ার হাদিসটি বানোয়াট ও বাতিল

প্রশ্ন: যারা মিউজিক শুনে তাদের কানে উত্তপ্ত গলিত শিশা ঢেলে দেয়ার হাদিসটি কি সহিহ?
উত্তর:
গানবাজনা হারাম। এ ব্যাপারে অনেক হাদিস আছে। কিন্তু উপরোক্ত শাস্তি সংক্রান্ত হাদিসটি বাতিল ও বানোয়াট। হাদিসটি হল:
من جلس إلى قينة صب في أذنه الآنك يوم القيامة
“যে ব্যক্তি গান শুনার উদ্দেশ্যে গায়িকাদের মজলিসে বসে আল্লাহ কিয়ামতের দিন তার কানে (উত্তপ্ত গলিত) শিশা ঢেলে দিবেন।” [ইবনে আসাকির-আনাস রা. হতে মারফু সূত্রে বর্ণিত]
বিজ্ঞ মুহাদ্দিসদের দৃষ্টিতে এটি একটি বানোয়াট বা বাতিল হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত নয়।
❑ এ ব্যাপারে কয়েকজন মুহাদ্দিস এর অভিমত:
◍ ইবনুল জাওযী ইমাম আহমদ সূত্রে আল ইলালুল মুতানাহিয়াহ গ্রন্থে বলেন, এ হাদিসটি باطل বাতিল। (২/৭৮৬)
◍ ইবনে হাযম বলেন, এটি موضوع বা বানোয়াট। (আল মুহাল্লা, ৫/৫৭)
◍ শাইখ আলবানি বলেন, এটি موضوع বা বানোয়াট। (যইফুল জামে হা/৫৪১০)
আল্লাহু আলাম
———————–
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল, সৌদি আরব।