মেয়েরা কি বাঁকা করে সিঁথি করতে পারবে? শরীয়াহ এ সম্পর্কে কী বলে?

সিঁথি চুলের একটি সৌন্দর্য। তাই তা বাঁকা হোক বা সোজা হোক তাতে কোন দোষ নেই। তবে সিঁথি শুরু করার সময় ডান দিক থেকে শুরু করাটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট পছন্দনীয় ছিলো। সুতরাং ডান দিক চুল আঁচড়ানো শুরু করা উত্তম। হাদীসে বর্ণিত হয়েছে,
عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন। (সহীহ বুখারী, ইফা হাদীস নং ১৬৯)
————-
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।।