মহিলারা গর্ভ অবস্থায় জীবিত জীব-জানোয়ার, যেমন বাঘ, বানর, সাপ ইত্যাদি দেখতে পারবে কি?

উত্তর:
গর্ভ অবস্থায় বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, বানর, শিম্পাঞ্জী, সাপ, বিচ্ছু ইত্যাদি হিংস্র-অহিংস্র সকল প্রকার জীবন-জন্তু দেখতে পারে চাই সেগুলো জীবিত হোক অথবা মৃত হোক।
তবে জীবিত হিংস প্রাণী দেখতে গেলে সাবধান থাকত হবে যেন তা আক্রমণ করে না বসে। এটা শুধু গর্ভবতীর জন্য নয় বরং সকলের জন্য।
এ সব দেখার সাথে গর্ভ ধারণের কোন সম্পর্ক নাই। এগুলো দেখলে গর্ভস্থ সন্তান বা গর্ভবতী মায়ের ক্ষয়-ক্ষতি হবে এ ধরণের বিশ্বাস রাখা সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে কুসংস্কারের স্থান নাই।
————
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল