শাইখ রবী বিন হাদী আল মাদখালী রাহিমাহুল্লাহর অসীয়ত
আহলুস সুন্নাহর ইমাম আল্লামা শাইখ রবী বিন হাদী আল মাদখালী রহিমাহুল্লাহ তাঁর অসীয়তে বলেন— “বিসমিল্লাহির রহমানির রহীম।” সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর কাছে সাহায্য কামনা করি এবং তাঁর কাছেই ক্ষমা চাই। আমরা নিজেদের অন্তরের মন্দ ও আমাদের অসৎ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন, কেউ তাকে …