ঘুমের মধ্যে অশ্লীল বা খারাপ কোন স্বপ্ন দেখলে কি মেয়েদের উপরও গোসল ফরজ হয়

প্রশ্ন: ঘুমের মধ্যে অশ্লীল বা খারাপ কোন স্বপ্ন দেখলে কি মেয়েদের উপরও গোসল ফরজ হয়?
উত্তর:
পুরুষ হোক অথবা নারী হোক যদি ঘুমের ঘোরে স্বপ্নদোষ হয় এবং ঘুম থেকে উঠে বীর্য বের হওয়ার চিহ্ন দেখতে পায় তাহলে তার উপর গোসল ফরজ হবে।
হাদিসে এসেছে,
عَنْ أُمِّ سَلَمَةَ; أَنَّ أُمَّ سُلَيْمٍ – وَهِيَ امْرَأَةُ أَبِي طَلْحَةَ – قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ! إِنَّ اللَّهَ لَا يَسْتَحِي مِنَ الْحَقِّ, فَهَلْ عَلَى الْمَرْأَةِ الْغُسْلُ إِذَا احْتَلَمَتْ? قَالَ: «نَعَمْ. إِذَا رَأَتِ الْمَاءَ». الْحَدِيثَ. مُتَّفَقٌ
উম্মে সালামা রা. হতে বর্ণিত, আবু তালহা এর স্ত্রী উম্মে সুলাইম বলেন, হে আল্লাহর রসূল, আল্লাহ হক কথায় লজ্জাবোধ করেন না। স্বপ্নদোষ হলে নারীর উপরও কি গোসল ফরজ হয়?
তিনি বললেন, “হ্যাঁ, যদি সে পানি (বীর্য) দেখে।” [বুখারি ও মুসলিম]
এখান থেকে বুঝা গেল, যদি ঘুমের মধ্যে যৌন ক্রিয়া বা অশ্লীল কিছু দেখে কিন্তু তাতে বীর্যপাত না হয় তাহলে তাতে গোসল ফরজ হবে না।
আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার সউদী আরব।