গর্ভবতী মহিলার শরীর খারাপ লাগার কারণে ঠিকমত নামাজ আদায় করতে না পারলে করনীয় কি

প্রশ্ন: আমার স্ত্রী তিন মাসের গর্ভবতী । তার শরীর কখনো খারাপ লাগে কখনো ভালো লাগে। এজন্য সে ঠিকমত নামাজ আদায় করতে পারছে না। এক্ষেত্রে করণীয় কি?
উত্তর:
মহান আল্লাহ উক্ত গর্ভবতী বোনটিকে পূর্ণ সুস্থতা দান করুন এবং তাকে ও তার গর্ভস্থ সন্তানকে ভালো রাখুন। আমিন।

অতঃপর আমাদের জানা দরকার যে, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাতের অবস্থান দ্বিতীয় এবং তার গুরুত্ব এত বেশি যে, তা সুস্থ বা অসুস্থ সর্বাবস্থায় আদায় করা আবশ্যক। দাঁড়িয়ে আদায় করা সম্ভব না হলে বসে বসে, তাও সম্ভব না হলে শুয়ে ইশারায় সালাত আদায় করতে হবে। যখন ভালো লাগবে তখন যেমন আদায় করতে হবে তেমনি যখন ভালো লাগবে না তখনও আদায় করতে হবে। পানি দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব না হলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। সুন্নত আদায় করা সম্ভব না হলেও কমপক্ষে ফরজটুকু আদায় করতে হবে।
তারপরও সালাত ত্যাগ করার সুযোগ নেই।
মোটকথা, একজন মুসলিমের হুঁশ বিদ্যমান থাকা অবস্থায় সালাত বাদ দেওয়া যাবে না।

সুতরাং উক্ত গর্ভবতী বোনের অবশ্য কর্তব্য হলো, ধৈর্য সহকারে একটু কষ্ট করে সঠিক সময়ে যথারীতি সালাত আদায়ের প্রাণপণ চেষ্টা করা এবং ইসলামের এই দ্বিতীয় স্তম্ভটি বাস্তবায়নে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা।

চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করলে তিনি অবশ্যই সাহায্য করবেন।
এতে মহান আল্লাহ তাকে অবারিত সোয়াব দান করবেন এবং পাশাপাশি তা তার গর্ভস্থ সন্তানের উপরে ভালো প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

মহান আল্লাহ তৌফিক দান করুন। আমীন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।