খালাতো বোনের সাথে কথা বলা

প্রশ্ন: ছোট বেলা থেকে একসাথে চলা-ফেরা করত এমন খালাতো বোনেরা যদি কারো সাথে কথা বলতে চায় তাহলে কী করণীয়? অথচ সে চাচ্ছে না যে, তারা তার সাথে কথা বলুক। কারণ তারা বেপর্দা থাকে।

উত্তর:
খালাতো, চাচাতো, ফুফাতো মামাতো বোনরা নন মাহরাম। তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। সুতরাং এ সকল মেয়েদের সাথে পর্দা রক্ষা করা ফরয এবং বিনা প্রয়োজনে কথা বলা, দুষ্টুমি, হাসাহাসি, কৌতুক ইত্যাদি মোটেই জায়েয নয়। এতে আল্লাহর বিধান লঙ্ঘন হয় এবং অন্যায় ও পাপের দরজা উন্মুক্ত হয়ে যায়।
তারা যদি অজ্ঞতা বশত: বেপর্দা অবস্থায় সামনে আসে তাহলে নিজের চোখ হেফাজত করতে হবে এবং বিনা প্রয়োজনে কথা বলতে চাইলে তার সুযোগ দেয়া যাবে না-যদিও ছোটকাল থেকে তারা এক সাথে বড় হয়েছে। কেননা বড় হওয়ার পর ইসলামের বিধান মানা সকলের জন্য ফরয এবং তা উপেক্ষা করার সুযোগ নাই। অন্যথায় উভয়কেই গুনাহগার হতে হবে। আর গুনাহের পরিণতি আল্লাহর শাস্তি।
আল্লাহ সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং সব ধরণের গুনাহ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আমীন।
———–
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।