এক পায়ে স্যান্ডেল পরা

আল্লামা আব্দুল্লাহ বিন বায রাহ.কে এক পায়ে স্যান্ডেল পরে হাঁটা প্রসঙ্গে একটি হাদীসের ব্যাপারে জিজ্ঞেস করা হল।

তিনি বললেন, হাদীসের বাহ্যিক অর্থ অনুযায়ী এক পায়ে স্যান্ডেল পড়ে হাঁটা হারাম।

প্রশ্নকারী: যদি এক পায়ে স্যান্ডেল পরে অন্যটি খোঁজ করা হয় তাহলে কি সমস্যা আছে?
বিন বায : না, অন্যটি না পাওয়া পর্যন্ত এক পায়ে স্যান্ডেল পরবে না।

প্রশ্নকারী: এভাবে এক ধাপও কি হাঁটা ঠিক নয়?
বিন বায: যদি পারো যে, এক ধাপেও আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না তবে তাই করো।

সুন্নাহর অনুসরণ ও হারাম বর্জন জীবনের ছোট-বড় সকল ক্ষেত্রে
▰▰▰▰▰▰▰▰▰
*আসুন জেনে নেই, এক পায়ে স্যান্ডেল পরে হাঁটা প্রসঙ্গে বর্ণিত হাদীসগুলো:*

১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
(( لا يمشِ أحدكم في نعلٍ واحدةٍ ؛ لينعلهما جميعًا ، أو ليخلعهما جميعًا ))
“তোমাদের কেউ যেন এক স্যান্ডেল পরে না হাঁটে। হয় উভয়টি পরিধান করবে; না হয় উভয়টি খুলে ফেলবে।” (সহীহ মুসলিম-আবু হুরায়রা রা. থেকে বর্ণিত)

২) তিনি আরও বলেন:
(( إذا انقطع شِسْعُ نعلِ أحدِكم, فلا يمش في نعلٍ واحدةٍ حتى يُصلِحَها ))
“তোমাদের কারও স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে সে যেন এক স্যান্ডেল পরে না হাঁটে যতক্ষণ না সে ছেড়া ফিতা মেরামত করে। (অর্থাৎ ছেড়া ফিতা মেরামত করার পর সে যেন দুটি স্যান্ডেল পরে।)”
(আবু হুরায়রা রা.এবং শাদ্দাদ বিন আউস হতে বর্ণিত, সহীহুল জামে)
————————
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
(দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,‌সউদী আরব)।।