কোন মহিলার আগের স্বামীর থেকে প্রাপ্ত মেয়েকে কি ওই মহিলার দ্বিতীয় স্বামীর সাথে পর্দা করতে হবে

প্রশ্ন: এক ব্যক্তি একজন বিধবা মহিলাকে বিয়ে করেছেন। আর সে মহিলার প্রথম স্বামীর ঘরের একটা মেয়ে আছে। এখন প্রশ্ন হল, সে বিধবা মহিলার মেয়েটিকে কি তার দ্বিতীয় স্বামীর নিকট পর্দা করতে হবে?

উত্তর: কোন ব্যক্তি যদি কোন বিধবা মহিলাকে বিবাহ করার পর তার সাথে দাম্পত্য জীবনে প্রবেশ করে (অর্থাৎ তার সাথে সহবাসে লিপ্ত হয়ে থাকে) তাহলে ওই মহিলার পূর্বের স্বামীর পক্ষ থেকে মেয়ে তার জন্য মাহরাম হিসেবে বিবেচিত হবে।
সুতরাং তার জন্য উক্ত মেয়ের সাথে পর্দা করা আবশ্যক নয়। আল্লাহ বলেন:
وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُم مِّن نِّسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ
“তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই।” (সূরা নিসা: ২৩)

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব