কেউ মনে কস্ট দিলে তার উপর কিছু সময়ের জন্য রাগ রাখা এবং বদদোয়া দেওয়া কি

প্রশ্ন:- কেউ মনে কস্ট দিলে তার উপর রাগ রাখা
যাবে কিছু সময়ের জন্য ? বদদোয়া দেওয়া যাবে এরকম কাউকে?

উত্তর:- রাগ মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট। তাই মানুষের খারাপ আচরণে অনেক সময় রাগ সৃষ্টি হয়। কিন্তু হাদিসের ভাষায় প্রকৃত বীর তো সেই ব্যক্তি যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে। সেই অধিক উত্তম যে মানুষের খারাপ আচরণে ধৈর্য ধারণ করতে পারে এবং তাকে ক্ষমা করে দেয়।

সুতরাং কারো উপর দুনিয়াবী ছোটখাটো বিষয়ে রাগ হলে ধৈর্য ধারণ করতে হবে, তাকে ক্ষমা করার চেষ্টা করতে হবে এবং তার সাথে সালাম-কালাম বিনিময় করতে হবে। রাগের কারণে তিন দিনের অতিরিক্ত যেন কথা বন্ধ না থাকে। কারণ হাদীসে বর্ণিত হয়েছে, কোন মুসলিমের জন্য অন্য কোন মুসলিম ভাইয়ের সাথে তিনদিনের বেশি কথা বন্ধ রাখা বৈধ নয়।

তবে রাগের বশবর্তী হয়ে কোন মুসলিম ভাইকে গালাগালি করা, তার উপর লানত বা অভিশাপ বর্ষণ ও বদদুআ করা বৈধ নয়।

________
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী