আখিরাতে আলেমের স্ত্রীর বিশেষ কী মর্যাদা আছে?

প্রশ্ন: আখিরাতে আলেমের স্ত্রীর বিশেষ কী মর্যাদা আছে?
▬▬▬▬✪✪✪▬▬▬
উত্তর:
আলেমের স্ত্রী যদি আলেমদের সংস্পর্শে থেকে দ্বীনের ইলম অর্জনের পাশাপাশি আকীদা ও আমল সংশোধন করতে সক্ষম হয় এবং উক্ত আলেমও যদি কুরআন-সুন্নাহ ভিত্তিক নিজে এবং তার স্ত্রী-পরিবারকে পরিচালনা করে তাহলে ইনশাআল্লাহ তারা উভয়ে দুনিয়া ও আখিরাতে প্রভূত কল্যাণ অর্জন করবে। তারা উভয়েই দুনিয়াতে সুখ-সমৃদ্ধ জীবন যাপনের পাশাপাশি আখিরাতেও জান্নাতে প্রবেশ করত: এক অবর্ণনীয় সুখ ও আনন্দময় জীবনের অধিকারী হবে।
পক্ষান্তরে স্ত্রী যদি তার স্বামীর ইলম, আমল, আকীদা ও আখলাক থেকে উপকৃত না হয় বা উক্ত আলেম যদি নিজেও সঠিকভাবে দ্বীন পালন না করে তাহলে তাতে কারও কোন ফায়দা নেই। বরং আল্লাহর দেয়া দীনী ইলমের নিয়ামত পাওয়ার পরও সঠিকভাবে তা কাজে না লাগানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। এটি আখিরাতে তাদের জন্য মহা বিপর্যয়ের কারণ হতে পারে আল্লাহ ক্ষমা করুন। আমীন।

▬▬▬▬✪✪✪▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সউদী আরব