হাঁটুর উপরে প্যান্টে ছেঁড়া থাকলে তা পরা কি জায়েজ

প্রশ্ন: হাঁটুর উপরে প্যান্টে ছেঁড়া থাকলে তা পরা কি জায়েজ? আর এমন পোশাক পরে সালাত আদায় করলে তা সহিহ হবে কি?
উত্তর:
ফ্যাশন হিসেবে এ জাতীয় ছেঁড়া-ফাটা পোশাক পরা মুসলিমদের জন্য জায়েজ নয় কয়েকটি কারণে। যথা:
১) এমন পশাক পরা পাশ্চাত্য অপসংস্কৃতি ও তথাকথিত আধুনিক ফ্যাশনের অন্ধ অনুকরণ- যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
২) সতরের লঙ্ঘন। কেননা, অনেক আলেমের মতে, পুরুষের রানও সতরের অন্তর্ভুক্ত। সুতরাং পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক। বিশেষ করে বর্তমান চতুর্মূখী ফিতনার যুগে। তবে একান্ত জরুরি প্রয়োজন হলে ভিন্ন কথা।

আর রানের কিয়দংশ দৃশ্যমান থাকার কারণে এমন পোশাক পরে সালাত আদায় করলে তা বাতিল হবে- তাতে কোন দ্বিমত নাই। কারণ পুরুষের জন্য সর্বনিম্ন দু কাঁধ এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর বা ঢাকা সালাতের পূর্বশর্ত।
৩) এমন পোশাক বিপরীত লিঙ্গের জন্য ফিতনার কারণ।
৪) এভাবে রাস্তাঘাটে পথ চলা ইসলামি শালীনতা, লজ্জাবোধ ও ব্যক্তিত্বের পরিপন্থী।

মহান আল্লাহ মুসলিম যুবকদেরকে তথাকথিত আধুনিক সভ্যতার বিষ বাষ্প ও জাহেলিয়াত পূর্ণ রীতি-নীতির অন্ধ অনুকরণ থেকে রক্ষা করুন। আমিন।
আল্লাহু আলাম।
–আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

Share: