স্বামী যদি পাগল হয়ে যায় তাহলে স্ত্রী কি তালাক দিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে

প্রশ্ন: স্বামী যদি পাগল হয়ে যায় তাহলে স্ত্রী কি তালাক দিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? না কি তালাক ছাড়াই তা বৈধ হবে?
▬▬▬▬▬✪✪✪▬▬▬▬▬
উত্তর:
স্বামী যদি বদ্ধ পাগল হয়ে যায় আর সহসা সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে এমতাবস্থায় স্ত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করলে তার জন্য বিবাহ বিচ্ছেদ করা জায়েয। এ ক্ষেত্রে কোর্টের মাধ্যমে বিচ্ছেদের ব্যবস্থা করতে হবে। তারপর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। বিবাহ বিচ্ছেদ ব্যতিরেকে তা বৈধ হবে না।
এ বিষয়ে কোন কোন আলেম বলেন, স্ত্রীকে এ জন্য নূন্যতম ১ বছর অপেক্ষা করতে হবে। এ সময়ের মধ্যে যদি সুস্থ হয়ে যায় তাহলে বিবাহ বিচ্ছেদ বৈধ হবে না। তবে এ সময় নির্ধারণের ব্যাপারে কোন দলীল আছে কি না তা আমার জানা নাই।
মোটকথা, যদি আল্লাহর ফয়সালা অনুযায়ী স্বামী পাগল বা মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তাহলে প্রথমত: স্ত্রীর উচিৎ ধৈর্যের সাথে তার চিকিৎসার ব্যবস্থা করা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো না করা। এরপর যদি সুস্থ হওয়ার কোন সম্ভাবনা না দেখা যায় এবং সে নিজে ও তার সন্তান-সন্ততি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করে তাহলে তখন কোর্ট এর মাধ্যমে আইনগত ভাবে বিবাহ বিচ্ছেদ করবে।
আল্লাহ তাআলা আমাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকেে হেফাজত করুন। আমীন।
🖊🖊🖊🖊
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।।

Share: