স্বামীর আনুগত্য আমরা কীভাবে করবো? কী কী কাজ করলে স্বামীর আনুগত্য করা হবে?

উত্তর:
স্বামীর আনুগত্য করার অর্থ হচ্ছে, তিনি যা আদেশ করবেন তা বাস্তবায়ন করা এবং যা নিষেধ করবেন তা থেকে বিরত থাকা। তবে শর্ত হল, তা যেন অবশ্যই সাধ্যের অতিরিক্ত না হয় এবং আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক না হয় (বা গুনাহের কোন কাজ না হয়)।
যদি স্বামী এমন কোন কাজের আদেশ করেন যা স্ত্রী পালন করলে স্ত্রী ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা উক্ত কাজটি যদি আল্লাহর নাফরমানী বা গুনাহের কাজ হয় তাহলে সে ক্ষেত্রে তার হুকুম মানা আবশ্যক নয়। বর স্বামীর জন্য স্ত্রীকে এমন হুকুম দেয়াই জায়েজ নয়।

তবে স্বামীর উচিৎ, স্ত্রীর শারীরিক ও মানসিক অবস্থা, শক্তি-সামর্থ্য ইত্যাদির দিকে লক্ষ রেখে তাকে কাজের হুকুম দেয়া। এটাই সুন্দর দাম্পত্য জীবনের দাবি। সত্যিকার অর্থে স্বামী-স্ত্রীর মাঝে যখন মধুর সম্পর্ক বিদ্যমান থাকে তখন স্বামীর আনুগত্য ও সেবা করার বিষয়টিকে একজন স্ত্রী হাসিমুখেই বরণ করে নেন। অনুরূপভাবে স্বামীও তখন স্ত্রীর সহযোগী বন্ধুর মত পাশে থাকে এবং তাকে সাহায্য করে। এভাবে দুজনের সুসম্পর্ক ও ভালবাসার মাধ্যমে একটি দাম্পত্য সুখের তরীতে ভাসতে ভাসতে এগিয়ে যায়।
আল্লাহ তাআলা প্রতিটি দাম্পত্য জীনকে সুখ ও ভালবাসা দ্বারা পূর্ণ করে দিন। আমীন।
▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে : আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।।

Share: