সন্তান দুধ পানের সময় মায়ের স্তনে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে

প্রশ্ন: বাচ্চার বয়স সতের মাস চলছে। প্রায় দু মাস ধরে বাবুটা মায়ের স্তনে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। এতে তার অনেক কষ্ট হয়। এমতাবস্থায় তিনি দুধ খাওয়ানো বন্ধ করে দিতে চান। কিন্তু ইসলাম যেহেতু সন্তানকে দু বছর পর্যন্ত দুধ খাওয়াতে বলে সেহেতু এতে তিনি কি গুনাহগার হবেন?

উত্তর:
মায়ের স্তন থেকে সন্তানকে দুধ পান করাতে গিয়ে যদি মা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বুকের দুধ খওয়ানো বন্ধ করা জায়েয রয়েছে। তবে সন্তানের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করা আবশ্যক।
আল্লাহু আলাম

– আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

Share: