শুক্রবারে সূরা কাহফ কি আরবিতেই পড়তে হবে

প্রশ্ন: শুক্রবারে সূরা কাহফ কি আরবিতেই পড়তে হবে? কেউ যদি তার বাংলা অনুবাদ পড়ে তাহলে কি তা জায়েজ হবে?
উত্তর:
সূরা কাহফ এর ফযিলত পাওয়ার জন্য অবশ্যই তা কুরআনের ভাষা আরবিতে পাঠ করতে হবে। অনুবাদ পাঠ দ্বারা কুরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায় না। কারণ অনুবাদ মূলত: কুরআন বুঝা ও কুরআনের ব্যাখ্যা জানার শামিল। এর জন্য আলাদা সওয়াব রয়েছে। কিন্তু কুরআন তিলাওয়াতের সওয়াব লাভ হবে না।
সুতরাং আল্লাহ তাআলা যে আরবি ভাষায় কুরআন নাজিল করেছেন তা শিখুন এবং আরবি ভাষায় কুরআন তিলাওয়াত করুন। শুধু অনুবাদ পড়ে সূরা কাহফ বা অন্যান্য ফযিলত পূর্ণ সূরার ফযিলত লাভ হবে না বা ন্যূনতম কুরআন তিলাওয়াতে সওয়াব লাভ করা যাবে না। আল্লাহু আলাম।

উত্তর প্রদানে:
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-

Share: