শবে কদরে সূরা দুখান সাতবার ও সূরা ইয়াসীন তিনবার পড়তে হয়। এটা কি সহীহ্?

উত্তর: এ ধরণের কোনও আমল হাদীসে বর্ণিত হয় নি। তাই তা করা ঠিক নয়। সুন্নাত মনে করে করলে তা বিদআত হবে। বরং এ রাতে বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নী পড়ার কথা হাদীসে এসেছে। এছাড়াও তাসবীহ, তাহলীল, নফল সালাত ইত্যাদির পাশাপাশি কুরআনুল কারীম যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে যথাসাধ্য পাঠ করার চেষ্টা করা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও রবকতময় কাজ।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Share: