জিলহজ্জ মাসে আইয়ামে বীযের রোযা রাখার বিধান কি?
প্রশ্ন: জিলহজ মাসে আইয়ামে বীযের রোজা রাখার বিধান কি? উত্তর: ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং আইয়ামে তাশরিকের তিন দিন রোজা রাখা নিষেধ। (মোট ৫ দিন)। ঈদুল আযহার পরের তিন দিন তথা জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখকে ‘আইয়ামে তাশরীক’ বলা হয়। হাদীসে এ দিনগুলোকে ‘পানাহার ও আল্লাহর যিকির’ এর দিন বলা হয়েছে। এ তিন …