রোগজনিত কারণে সিয়ামের কাফফারা আদায়ে ধারাবাহিকতা ভঙ্গ হলে ক্ষতি নেই

প্রশ্ন : আমি রমজানে দিনের বেলায় সহবাসে লিপ্ত হওয়ায় কাফফারার রোযা আদায় শুরু করেছিলাম। রোযা পালনের ৫৭তম দিন সম্পন্ন করার পর অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি যে আমি আর রোযা পালন করতে পারছিলাম না। তাই পরপর দুইদিন রোযা না রেখে পরের দিন থেকে রোযা পালন শুরু করি এবং ৬০ দিন পূরণ করি। এতে কি আমার কাফফারা আদায় হয়ে যাবে?

উত্তর :

সমস্ত  প্রশংসা আল্লাহ তাআলার জন্য।

আপনি যা করেছেন তা ঠিকই করেছেন; আল্‌হামদুলিল্লাহ। রোগজনিত কারণে কাফ্‌ফারার ধারাবাহিকতা ভঙ্গ হলে ক্ষতি নেই। কারণ রোগ হলো শরিয়ত অনুমোদিত ওজর। তাই রোগের কারণে ধারাবাহিকতা ভঙ্গ হওয়াতে কোন সমস্যা নেই। আপনি যখন এরপর আরও তিন দিন রোযা পালন করে কাফফারার রোযা পূর্ণ করলেন অতএব আপনার রোযা পালন শুদ্ধ হয়েছে এবং আপনার কাফফারাও আদায় হয়েছে। ওয়ালহামদুলিল্লাহ।”  সমাপ্ত ।

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায রাহিমাহুল্লাহ  [ফাতাওয়া নূর ‘আলা আদ-দারব (৩/১২৩১)]