যেসব পোশাক ক্রয়-বিক্রয়ের ওয়েবসাইটগুলোতে মহিলাদের খোলামেলা ছবি থাকে সেসব ওয়েবসাইটের জন্য কাজ করার বিধান

প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন এ পোশাক ক্রয় বিক্রয়ের ওয়েবসাইটগুলোতে মহিলাদের খোলামেলা ছবি দেওয়া থাকে। এখন এসব ওয়েবসাইটের লোকেশন এড, প্রডাক্ট অ্যাড ইত্যাদি কাজ করার মাধ্যমে উপার্জিত অর্থ কি হালাল হবে?

উত্তর: ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না এ ধরনের কাজ করা হালাল হবে না। এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন।

▬▬▬ ◈◉◈▬▬▬
উত্তর প্রদান করেছেন:
শাইখ সাইফুল ইসলাম মাদানী।

Share: