প্রশ্ন: মহিলাদের জন্য পুরুষ এবং পুরুষদের জন্য মহিলা ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করা বৈধ কি?
উত্তর:
ইসলামের সাধারণ নিয়ম হল, পুরুষ রোগী পুরুষ ডাক্তার এবং মহিলা রোগী মহিলা ডাক্তার এর নিকট চিকিৎসা গ্রহণ করবেন। যথাসম্ভব এর ব্যতিক্রম করা ঠিক নয়। এটা ডাক্তার ও রোগী উভয়ের ঈমান, আখলাক ও ইজ্জত-সম্ভ্রমের জন্য হেফাজতের কারণ। তবে যদি এমন ব্যবস্থা না থাকে এবং চিকিৎসা গ্রহণ করা আবশ্যক হয় তাহলে সে ক্ষেত্রে বিপরীত লিঙ্গের ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করা জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। কারণ ইসলামের একটি মূলনীতি হল, الضرورات تبيح المحظورات “জরুরি প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়।”
সুতরাং প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক হল, চিকিৎসার ক্ষেত্রে যথাসম্ভব বিপরীত লিঙ্গের ডাক্তার এড়িয়ে চলা। বিশেষ করে রোগ যদি এমন হয় যে, তা চিকিৎসার ক্ষেত্রে পর্দা লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে। আল্লাহু আলাম।
আল্লাহ তাআলা আমাদেরকে জটিল রোগ-ব্যাধী থেকে হেফাজত করুন। আমীন।
—-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল—-