আমি সবকিছুতে অনেক বেশি ভয় পাই

প্রশ্ন: আমি সবকিছুতে অনেক বেশি ভয় পাই। আলহামদুলিল্লাহ আমি সহীহভাবে ইবাদত পালন করি, তবুও ভয় লাগে। মনে হয়, মরে যাব। তখন অস্থির লাগে। এজন্য অনেকেই বলে, এত ইবাদত করেও আমার ঈমান ঠিক নাই। আসলেই কি আমার ঈমান ঠিক নাই? বুঝিয়ে বলবেন।

উত্তর: যে কোনো ইবাদতের পর মনের মধ্যে তা আল্লাহর নিকট প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকতে হবে। এটি ইবাদতের তিনটি রোকনের একটি।
[ইবাদতের তিনটি রোকন বা স্তম্ভ হল: ১) ভয়, ২) ভালোবাসা ৩) আশা]
তাছাড়া মৃত্যু অবশ্যই আসবে। মরণকে ভয় করা মানুষের স্বাভাবজাত প্রবৃত্তি। যদিও আসলে মৃত্যুকে ভয় করার কোনো কারণ নাই। কারণ এ থেকে আত্মরক্ষার কোনো সম্ভাবনা নাই। এটি এক চিরন্তন বাস্তবতা- যা অবশ্যই সংঘঠিত হবে। তবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। তওবা করতে হবে এবং যথাসাধ্য নেকির কাজ করতে হবে।

“মারা যাওয়ার ভয় পেলে ঈমান ঠিক নাই” এ কথা ঠিক নয়। কারণ মরণকে ভয় করা মানুষের স্বাভাবিক প্রকৃতি। স্বভাবগতভাবে মানুষ এই দুনিয়া ছেড়ে যেতে চায় না।
আল্লাহ ভালো জানেন।
_______
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী