বাবা মারা যাওয়ার পর মা জীবিত থাকায় যদি বাবার রেখে যাওয়া সম্পত্তি, ছেলে মেয়েরা ভাগ/বণ্টন না করে

প্রশ্ন: বাবা মারা যাওয়ার পর মা জীবিত থাকায় যদি বাবার রেখে যাওয়া সম্পত্তি, ছেলে মেয়েরা ভাগ/বণ্টন না করে এতে কি শরিয়ত ভাবে কোন অন্যায় হবে?
আর এ সম্পত্তি নিয়ে কারো তরফ থেকে কোনো সমস্যাও নাই। অর্থাৎ ভাগাভাগি নিয়ে কারো কোন কমপ্লেইন নাই।
▬▬▬◄❖►▬▬▬

উত্তর:
কোনো ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পদ তার উত্তরাধিকারীদের মাঝে তথা তার ছলে, মেয়ে, বাবা, মা, স্বামী/স্ত্রী যারা যারা বেঁচে আছে তাদের মাঝে শরিয়ত নির্দেশিত পদ্ধতিতে বণ্টন করতে হবে। তবে এদের মাঝে কেউ যদি তার অংশ স্বেচ্ছায় না নিতে চায় তাহলে তাহলে সেটা সে করতে পারে। আর উত্তরাধিকারীদের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে যদি উক্ত সম্পদ বণ্টন সাময়িকভাবে স্থগিত রাখা হয় বা নিজেরা তা গ্রহণ না করে কোন জনকল্যাণ খাতে দান করে দিতে চায় তাহলেও কোনো আপত্তি নাই। তবে উত্তরাধিকারীদের মাঝে একজন ব্যক্তিও যদি তার অংশ দাবী করে তাহলে অবশ্যই তার অংশ তাকে বুঝিয়ে দিতে হবে।
আল্লাহু আলাম
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

Share: