ফাযায়েলে আমল বইতে যে আজগুবি ঘটনা গুলো আছে সেগুলো কি সত্যি

প্রশ্ন: ফাযায়েলে আমল বইতে যে আজগুবি ঘটনা গুলো আছে সেগুলো কি সত্যি?
উত্তর:
তাবলীগ জামাআতের প্রসিদ্ধ বই ফাযায়েলে আমল, ফাযায়েলে হজ্জ, ফাযায়েলে নামায, ফাযায়েল সাদাকাত ইত্যাদি বইগুলোতে অসংখ্য জাল-জঈফ হাদীস, আজগুবি কিচ্ছা-কাহিনী এবং দলীল বহির্ভূত সওয়াবের ফুলঝুরি রয়েছে। হকপন্থী আলেমগণ তাদের এসব ভুল-ভ্রান্তি তুলে ধরে শত শত বই রচনা করেছেন। কিন্তু তারা এখন পর্যন্ত এগুলো সংশোধন করে নি। এ কারণে সর্বসাধারণের এ সব বই পড়া থেকে বিরত থাকা জরুরি।

তাবলীগ জামাআতের কোথায় কী সমস্যা এ বিষয়ে নিম্নোক্ত বইটি পড়তে পারেন:
‘সহীহ আক্বীদার মানদণ্ডে তাবলীগী নিসাব’-লেখক: শাইখ মুরাদ বিন আমজাদ
PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন:
https://drive.google.com/file/d/1MUTECn_dLRTfP_7Zfd_6_WgqVN675Z-v/view?usp=sharing
অথবা এখানে ক্লিক করুন:
https://www.mediafire.com/file/3jgpqid5cjt9064/Sohih_Akidar_Mandonde_Tabligi_Nisab.pdf/file
বইটি অনলাইনে ক্রয়ের জন্য রকমারী এর ওয়েব সাইটে ক্লিক করুন:
https://www.rokomari.com/book/75385/soheh-akidar-mandonde-tableegee-nisab

(যদিও এই লেখকের মানহাজ যথেষ্ট ত্রুটিপূর্ণ কিন্তু তাবলিগ বিষয়ে তার এই বইটা আমার কাছে ভালো লেগেছে)।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
Jubail Dawa center KSA.

Share: