বরকত কী?

বরকত কী?
জনৈক নেককার লোক দুআ করছেন, হে আল্লাহ, তুমি আমাকে আমার রিজিকে বরকত দাও।
তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি কেন এভাবে দুআ করছেন না যে, হে আল্লাহ, তুমি আমাকে রিজিক দান করো?

তিনি বললেন, “আল্লাহ তাআলা তার প্রত্যেক সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমি চাই, রিজিকে বরকত। কারণ বরকত হল, আল্লাহ তায়ালার একটি গোপন সৈনিক-যার নিকট ইচ্ছা তিনি তা প্রেরণ করেন। অত:পর—
❂ তা যদি সম্পদে প্রবেশ করে তাহলে তা সম্পদ বৃদ্ধি করে দেয়।
❂ যদি তা সন্তান-সন্ততির মধ্যে প্রবেশ করে তাহলে তাদেরকে সংশোধন করে দেয়।
❂ যদি তা শরীরে প্রবেশ করে তাহলে তা শরীরকে শক্তিশালী করে দেয়।
❂ যদি তা সময়ে প্রবেশ করে তাহলে সময়কে সমৃদ্ধ করে দেয়।
❂ আর যদি তা হৃদয়ে প্রবেশ করে তাহলে তাতে এনে দেয় সুখ ও শান্তির ছোঁয়া।”
হে আল্লাহ, তুমি আমাদেরকে যা কিছু দিয়েছ তাতে বরকত দান করো।
অনুবাদক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।